শিল্প বিপ্লবের মূল চালিকা শক্তি কি ছিল?
A বস্ত্রশিল্প
B কুটির শিল্প
C গাড়ি শিল্প
D চা শিল্প
Solution
Correct Answer: Option A
বাষ্পীয় ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রপাতি আবিষ্কারের ফলে সূতা ও কাপড় উৎপাদন সহজ হয়। ফলে হাতে কাপড় বুনতে হতো না। মেশিনে একসাথে অনেক কাপড় উৎপাদন করা যেতো। শিল্প বিপ্লবের মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে ছিল এই বস্ত্র শিল্প।