স্বাভাবিক বয়স্ক লোকের চোখে স্পষ্ট দৃষ্টির নূন্যতম দূরত্ব কত?
A ২৫ সে.মি.
B ৫০ সে.মি.
C ১০ সে.মি.
D ৫ সে.মি.
Solution
Correct Answer: Option A
- স্বাভাবিক চোখের জন্য স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব ২৫ cm বা ১০ ইঞ্চি।
- চোখ থেকে ২৫ cm বা ১০ ইঞ্চির দূরবর্তী বিন্দুকে চোখের নিকটতম বিন্দু বলে।
- ২৫ cm এর কম দূরত্বে থাকলে সেটি দেখতে চোখের বেশ কষ্ট হয় এবং অনেকক্ষণ ধরে দেখলে চোখ ব্যথা করে।