বিশ্ব ধরিত্রী সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয় ?

A জুন ১৯৯২

B জুলাই ১৯৯৫

C জুন ১৯৭২

D জুলাই ১৯৯২

Solution

Correct Answer: Option A

পৃথিবীকে ধ্বসের হাত থেকে রক্ষার জন্য সর্বসমেত ধার্য করা একটি দিবসই হলো ধরিত্রী দিবস।
১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে ‘বিশ্ব ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়। ১১৭টি দেশের রাষ্ট্রপ্রধানসহ মোট ১৭৮টি দেশের প্রতিনিধিরা অংশ নেয়। এই সম্মেলন থেকে এজেন্ডা-২১, UNFCCC, জীববৈচিত্র্য সম্পর্কিত সনদ এবং পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত ‘রিও ঘোষণা’ গৃহিত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions