বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

A শ্রীকৃষ্ণকীর্তন

B মনসামঙ্গল

C চন্ডীমঙ্গল

D চর্যাপদ

Solution

Correct Answer: Option D

- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions