চ্যাটজিপিটি-এর এর প্রতিষ্ঠাটা কে?

A অরবিন্দ কৃষ্ণ

B স্যাম অল্টম্যান

C ল্যারি প্যাচ

D সুন্দর পিচাই

Solution

Correct Answer: Option B

- Open AI এর বর্তমান সিইও হলেন স্যাম অল্টম্যান।
- তিনি ২০০৯ সালে Open AI প্রতিষ্ঠা করেন এবং ২০১৫ সাল থেকে এর সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।
- চ্যাটজিপিটি হচ্ছে এই প্রতিষ্ঠানের। 
- উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর মাসে, Open AI-এর বোর্ড অফ ডিরেক্টরস স্যাম অল্টম্যানকে পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নিলেও Open AI-এর কর্মীদের ব্যাপক প্রতিবাদে আবার তাকেই স্বপদে বহাল রাখা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions