UNEP কর্তৃক ঘোষিত বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ এর প্রতিপাদ্য কোনটি?

A প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে

B সবাই মিলে করি গণ, বহাল রাখব পরিবেশ আন্দোলন

C গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ শক্তি

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option A

UNEP (United Nations Environment Programme) এর সদরদপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। 
- UNEP ১৯৭২ সালের ৫ জুন প্রতিষ্ঠিত হয়। 
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ৫ জুন প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়। 
- UNEP এবং WMO এর যৌথ উদ্যোগে ১৯৮৮ সালে IPCC (Inter-governmental Panel on Climate Change) প্রতিষ্ঠিত হয়।
- UNEP কর্তৃক ঘোষিত বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ এর প্রতিপাদ্য ছিল 'প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে' । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions