CDP কতটি সূচকের ভিত্তিতে LDC এর তালিকা করে?

A ৬টি

B ৪টি

C ৫টি

D ৩টি

Solution

Correct Answer: Option D

জাতিসংঘে অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল ( ECOSOC ) তিনটি সূচকের ভিত্তিতে বিশ্বের দেশসমূহকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে থাকে । এগুলো হলো- স্বল্পোন্নত, উন্নয়নশীল ও উন্নত দেশ । এর মধ্যে সাধারণত যেসব দেশের আর্থ-সামাজিক ও মানবসম্পদ সূচকে ধীর গতি পরিলক্ষিত হয় সেসব দেশকে বলা হয় স্বল্পোন্নত দেশ ( LDC ) । আর এ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জন্য ন্যূনতম মাথাপিছু আয় ১,২৩০ ডলার হতে হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions