‘ঘুম থেকে জেগে বৈশাখী ঝড়ে কুড়ায়েছি ঝরা আম' এই লাইনটির লেখক বা কবি কে?

A বেগম সুফিয়া কামাল

B সুফিয়া আহম্মদ

C আহসান হাবীব

D সানাউল হক

Solution

Correct Answer: Option A

উদ্ধৃতাংশটি লেখক বা কবি বেগম সুফিয়া কামালের ‘পল্লী জননী' কবিতা থেকে নেয়া হয়েছে। তাঁর প্রকাশিত গ্রন্থাগুলিঃ সাঁঝের মায়া (১৯৩৮), মন ও জীবন (১৯৬৯), মোর যাদুদের সমাধি পরে (১৯৭২), মায়া কাজল (১৯৯১), একালে আমাদের কাল (১৯৮৮), একাত্তরের ডায়রী (১৯৮৯) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions