Present Perfect Continuous Tense এর ক্ষেত্রে সময় উল্লেখ থাকলে ব্যাপক সময় (Period of time) এর পূর্বে ‘for’ এবং নির্দিষ্ট সময় (Point of time) এর পূর্বে ‘since' বসে।
যেমনঃ It has been drizzling since morning (সকাল থেকে গুড়িগুড়ি/ ঝিরিঝিরি (হালকা) বৃষ্টি হচ্ছে)।
বাক্যের অর্থঃ গত সোমবার হতে সে অসুস্থ ।