Frightened : Scream :: Angry:?
A Cry
B Shiver
C Sneer
D Shout
Solution
Correct Answer: Option D
Frightened অর্থ ভীত; শঙ্কিত। Scream অর্থ তীব্র চিৎকার বা আর্তনাদ করা; চেঁচানো। Angry অর্থ ক্রুদ্ধ; রুষ্ট। Cry অর্থ আর্ত চিৎকার। Shiver অর্থ কাঁপা । Sneer অর্থ বিদ্রূপ করা। Shout অর্থ চিৎকার কেউ Frightened হলে সে Scream করে। আর কেউ Angry হলে সে Shout করে।