কয়টি চুক্তিকে একত্রে 'পিস অব প্যারিস' বা 'প্যারিস চুক্তি' বলা হয়?
Solution
Correct Answer: Option C
-প্যারিস চুক্তির অপর নাম পিস অব প্যারিস।
-উপনিবেশ স্থাপন সংক্রান্ত বিষয়ে ব্রিটিশ সাম্রাজ্যের সাথে ইউরোপের অন্যান্য কয়েকটি সাম্রাজ্যবাদী দেশের দ্বন্দ্ব বিদ্যমান ছিল।
-১৭৮৩ সালের ৩ সেপ্টেম্বর এই চুক্তির মাধ্যমে আমেরিকার বিপ্লবের সমাপ্তি হয়।
-এই চুক্তির একদিকে গ্রেট ব্রিটেন ও অন্যদিকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং স্পেন।
-৩০ নভেম্বর, ১৭৮২ সালে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্যারিসের প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়।
-এর পর ১৭৮৩ সালের ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির সময় যুক্তরাজ্য অন্যান্য দেশ (ফ্রান্স, স্পেন ও ডাচ) - এর সাথে আলাদা আলাদা তিনটি চুক্তি স্বাক্ষর করে।
-এই মোট চারটি চুক্তিকে একত্রে “পিস অব প্যারিস” (Peace of Paris) বলে।