The capital of Australia is ______

A Syeney

B Melbourne

C Canberra

D Brisbane

Solution

Correct Answer: Option C

- Canberra অস্ট্রেলিয়ার রাজধানী শহর।
- সিডনি শহর থেকে ২৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে ও মেলবোর্ন থেকে ৬৬০ কিমি উত্তর-পূর্বে অবস্থিত শহরটি অস্ট্রেলিয়ার এই দুই প্রধানতম নগরীর মধ্যবর্তী একটি জায়গায় অবস্থিত।
- Sydney হলো অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী এবং অস্টেলিয়া তথা ওশেনিয়ার বৃহত্তম শহর।
- Melbourne হলো অস্ট্রেলিয়ার দক্ষিণ- পূর্বাঞ্চলে অবস্থিত ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের রাজধানী ও সর্বাপেক্ষা ঘনবসতিপূর্ণ শহর।
- Brisbane হলো অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের একটি শহর। শহরটি কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী এবং ব্রিসবেন নদীর তীরে মোরটন উপসাগরের কাছে অবস্থিত একটি সমুদ্র বন্দর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions