একটি মইয়ের এক প্রান্ত ভূমি থেকে ১৫ মিটার উঁচু ঘরের জানালা বরাবর পৌছায়। অপর প্রান্ত ঘর থেকে ৮ মিটার দূরে থাকলে মইয়ের দৈর্ঘ্য কত মিটার?
A ১৭ মিটার
B ১৮ মিটার
C ২০ মিটার
D ১৯ মিটার
Solution
Correct Answer: Option A
দেয়া আছে, ভূমি = ১৫ মিটার; লম্ব = ৪ মিটার
∴ (অতিভুজ)২ = (ভূমি)২ + (লম্ব)২
⇒ অতিভুজ = √{(১৫)২ + (৮)২}
= √(২২৫ + ৬৪)
= √২৮৯
∴ অতিভুজ = √(১৭)২ = ১৭
অর্থাৎ, নির্ণেয় মইয়ের দৈর্ঘ্য ১৭ মিটার