কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ?

A যখন উদ্যত সঙ্গীন

B একাত্তরের ডায়েরী

C চৌচির

D নিষিদ্ধ লোবান

Solution

Correct Answer: Option A

হাসান হাফিজুর রহমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ 'যখন উদ্যত সঙ্গীন '।
আরোও কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ -
- বন্দী শিবির থেকে (শামসুর রাহমান),
- আর্তনাদে বিবর্ণ (ড.মাজহারুল ইসলাম),
- আমার প্রতিদিনের শব্দ (সৈয়দ আলী আহসান)।

» সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'নিষিদ্ধ লোবান'।
» সুফিয়া কামাল মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা 'একাত্তরের ডায়েরী'।
» 'চৌচির' উপন্যাসের রচয়িতা আবুল ফজল। এ উপন্যাসে নরনারীর আত্মজীবন ও বহির্জীবনের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions