একটি তেল কোম্পানি তাদের তেলের দাম ২৫% বৃদ্ধি করল। তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচের কোনো পরিবর্তন হবেনা?
Solution
Correct Answer: Option C
25% বৃদ্ধিতে, পূর্বমূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য = 125 টাকা
125 টাকায় কমাতে হয় = 25 টাকা
∴ 100 টাকায় কমাতে হয় = (25 × 100)/125
= 20 টাকা