কলার দাম ১৬.৬৭% কমে যাওয়ায় ৭৫ টাকায় আগের চেয়ে ৫টি কলা বেশি পাওয়া যায়। প্রতি ডজন কলার বর্তমান দাম কত?
A ৪৫টাকা
B ৫০টাকা
C ৩০টাকা
D ৬০টাকা
Solution
Correct Answer: Option C
১০০ টাকায় কমে ১৬.৬৭টাকা
∴ ৭৫ টাকায় কমে (১৬.৬৭ × ৭৫)/১০০ = ১২.৫ টাকা
৫ টি কলার মূল্য ১২.৫ টাকা
∴ ১২ টি কলার মূল্য (১২.৫ × ১২)/৫ = ৩০ টাকা