Accord and Alliance are related to ___ industry.
Solution
Correct Answer: Option A
- Accord (The Accord on Fire and Building Safety in Bangladesh) এবং Alliance (The Alliance for Bangladesh Worker Safety) দুটোই তৈরি হয়েছিল বাংলাদেশে গার্মেন্টস কারখানার শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর, এই দুটি উদ্যোগ নেওয়া হয়েছিল।
- অ্যাকর্ড-রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের পোশাক কারখানা সংস্কারের উদ্দেশ্যে গঠিত ইউরোপের ক্রেতাদের জোট।
- বাংলাদেশের তৈরি পোশাকের আমেরিকান ক্রেতাদের জোটের নাম- অ্যালায়েন্স।
- বাংলাদেশে দীর্ঘদিন ধরে অলোচিত-সমালোচিত অ্যাকর্ড অধ্যায়ের সমাপ্তি ঘটে- ১ জুন, ২০২০।