In which district the Burimari land port is situated?
Solution
Correct Answer: Option C
- লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ৮ নং বুড়িমারী ইউনিয়নে বুড়িমারী সীমান্তে এই স্থল বন্দরটি অবস্থিত।
- ভারত, ভুটান এবং নেপালের সাতে স্থল পথে মালামাল আমদানী ও রপ্তানীর সুবিধার জন্য এই বুড়িমারী এলাকার জিরো পয়েন্টে এই বন্দরটি ১৯৮৮ সালে চালু করা হয়।