Which one of the following is the first community radio of Bangladesh?
Solution
Correct Answer: Option D
- বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও 'রেডিও পদ্মা' (যাত্রা শুরু ৭ অক্টোবর ২০১১)। উল্লেখ্য, বাংলাদেশের একমাত্র সরকারি কমিউনিটি রেডিও 'কৃষি রেডিওঁ'।
- Radio foorti যাত্রা শুরু করে ২২ সেপ্টেম্বর ২০০৬ সালে,
- ABC Radio যাত্রা শুরু করে ৭ জানুয়ারি ২০০৯ সালে;
- Radio Amar যাত্রা শুরু করে ১১ ডিসেম্বর ২০০৭ সালে।