Where is the Headquarter of 'UN Women' located?
Solution
Correct Answer: Option C
- জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা UN Women প্রতিষ্ঠিত হয় ২ জুলাই ২০১০ সালে। এই সংস্থাটির অফিসিয়াল নাম হলো United Nations Entiti for Gender Equality and the Empowerment of Women.
- এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত।
- UN Women-এর প্রধান উদ্দেশ্য হল বিশ্বব্যাপী নারীদের অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করা এবং লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করা।
- চিলির প্রাক্তন রাষ্ট্রপতি মিশেল ব্যাচেলেট ছিলেন UN Women-এর প্রথম প্রধান নির্বাহী।
- ২০২১ সাল থেকে সিমা বাহাউস UN Women-এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।
- ২০১৪ সালে UN Women "HeForShe" নামে একটি বিশ্বব্যাপী আন্দোলন শুরু করে, যার লক্ষ্য লিঙ্গ সমতায় পুরুষদের সম্পৃক্ত করা।
- UN Women আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ) এবং নারীর প্রতি সহিংসতা নির্মূল আন্তর্জাতিক দিবস (২৫ নভেম্বর) উদযাপনে নেতৃত্ব দেয়।
পূর্বসূরি সংস্থা: UN Women চারটি পূর্বের জাতিসংঘ সংস্থার সমন্বয়ে গঠিত:
- Division for the Advancement of Women (DAW)
- International Research and Training Institute for the Advancement of Women (INSTRAW)
- Office of the Special Adviser on Gender Issues and Advancement of Women (OSAGI)
- United Nations Development Fund for Women (UNIFEM)