বিশ্বের বৃহত্তম হৃদ কোনটি?

A  কাস্পিয়ান সাগর

B সুপিরিয়র হৃদ

C ইরি হৃদ

D ভিক্টোরিয়া হৃদ

Solution

Correct Answer: Option A

- কাস্পিয়ান সাগর আয়তন অনুসারে পৃথিবীর বৃহত্তম আবদ্ধ জলাশয়। একে পৃথিবীর বৃহত্তম হ্রদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

- এর আয়তন একটি সম্পূর্ণ সাগরের সমান।

- এই সাগরটি ইউরোপের মাঝে, কাকেসাস পর্বতমালার পূর্বে এবং ফ্লেপ ও মধ্য এশিয়ার পশ্চিমে অবস্থিত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions