গলগন্ড রোগ হয় কিসের অভাবে?

A আয়োডিন

B ভিটামিন ডি

C ভিটামিন এ

D ভিটামিন সি

Solution

Correct Answer: Option A

- থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধিকে গলগন্ড রোগ বলে।
- সাধারণত আয়োডিনের ঘাটতির কারণে এ রোগ হয়।
- গলগন্ড রোগ নির্ণয় ও সারাতে রেডিও আইসোটোপ ব্যবহার করা হয়।

- ভিটামিন 'ডি' এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়।
- ভিটামিন 'এ' এর অভাবে রাতকানা রোগ হয়।
- ভিটামিন সি'র (এসকরবিক এসিড) অভাবে স্কার্ভি রোগ হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions