যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়-
Solution
Correct Answer: Option D
- নিরক্ষীয় অঞ্চল থেকে উত্তর ও দক্ষিণ গোলার্ধের কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত বায়ুকে আয়ন বায়ু বলে।
- উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত ঋতুভেদে পরিবর্তনশীল বায়ুকে প্রত্যয়ন বায়ু বলে।
- ঋতু অনুযায়ী দিক পরিবর্তনকারী বায়ুকে মৌসুমি বায়ু বলে।
- নিয়ত বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়।নিয়ত বায়ু, চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সারা বছর উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়।
- নিয়ত বায়ু তিন প্রকার। যথা- অয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু।