কোন বাক্যটি শুদ্ধ?

A সকল ছাত্রগণ নিয়মিত স্কুলে যায় না

B সকল শিক্ষকমন্ডলীকে স্বাগত জানাই

C সমুদয় পক্ষীই নীড় বাঁধে না

D যাবতীয় প্রাণিকুল এই গ্রহের বাসিন্দা

Solution

Correct Answer: Option C

- অপশন a) এর সঠিক বাক্য হলোঃ সকল ছাত্র নিয়মিত স্কুলে যায় না।
- অপশন b) এর সঠিক বাক্য হলোঃ শিক্ষককে স্বাগত জানাচ্ছি।
- অপশন d) এর সঠিক বাক্য হলোঃ প্রাণিকুল এই গ্রহের বাসিন্দা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions