Of the rivers that have entered from India Bangladesh, which river has bordering with the district of Sylhet?
A Umiam
B Piyain
C Dharla
D Longla
Solution
Correct Answer: Option B
- পিয়াইন নদী (Piyain River) আসামের উমগট নদী থেকে এর উৎপত্তি।
- পার্বত্য আসাম থেকে উদ্ভূত হয়ে উমগট নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে সিলেট জেলার শনগ্রাম বর্ডার পোস্টের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রবেশ পথেই উমগট দুভাগে বিভক্ত হয়ে পড়ে।
- প্রধান শাখাটি পিয়াইন নামে এবং অন্য শাখাটি ডাউকি বা জাফলং নামে প্রবাহিত হয় ।