Who was the first woman to win Nobel Prize in Economics?
Solution
Correct Answer: Option D
- ইলিনর অস্ট্রম (যুক্তরাষ্ট্র) ২০০৯ সালে অর্থনীতিতে নোবেল বিজয় প্রথম নারী।
বিভিন্ন বিষয়ে প্রথম নারী নোবেল বিজয়ীদের তালিকা:
1. সাহিত্যে: সেলমা লাগেরলফ (সুইডেন, 1909)
2. শান্তিতে: বেরথা ফন সুটনার (অস্ট্রিয়া-হাঙ্গেরি, 1905)
3. পদার্থবিজ্ঞানে: মারি কুরি (ফ্রান্স, 1903)
4. রসায়নে: মারি কুরি (ফ্রান্স, 1911)
5. চিকিৎসাবিজ্ঞানে: গার্টি কোরি (যুক্তরাষ্ট্র, 1947)
6. অর্থনীতিতে: এলিনর ওস্ট্রম (যুক্তরাষ্ট্র, 2009)
বিশেষ উল্লেখ্য:
* মারি কুরি হলেন একমাত্র ব্যক্তি যিনি দুটি ভিন্ন বিষয়ে (পদার্থবিজ্ঞান ও রসায়ন) নোবেল পুরস্কার জিতেছেন।
* শান্তিতে বেরথা ফন সুটনার প্রথম নারী বিজয়ী, যদিও তিনি সাহিত্যের পরে পুরস্কার পেয়েছিলেন।