Solution
Correct Answer: Option C
- পূর্বে মহাবিশ্বের সমস্ত বস্তু সংকুচিত অবস্থায় একটি বিন্দুর মত (অতি-পরমাণু) ছিল।
- প্রায় ১৫ শত কোটি বছর পূর্বে এই অতি-পরমাণুর মধ্যে বিস্ফোরণ ঘটে পুঞ্জ বস্তু চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে ছুটতে থাকে।
- এসব পুঞ্জ থেকেই তৈরি হয়েছে ছায়াপথ, গ্রহ, উপগ্রহ প্রভৃতি।
- আদি এ বিস্ফোরণকে বলে 'বিগব্যাঙ' (মহাবিস্ফোরণ)।
- ১৯৮৮ সালে স্টিফেন হকিং তাঁর A Brief History of Time গ্রন্থে 'বিগব্যাঙ' তত্ত্বের আধুনিক ব্যাখ্যা উপস্থাপন করেন।
- ১৯২৭সালে বেলজিয়ামের জ্যোতির্বিজ্ঞানী জি. লেমেটার প্রথম 'বিগব্যাঙ' তত্ত্বের ধারণা প্রদান করেন।