'দশচক্রে ভগবান ভূত' প্রবাদের অর্থ কি?

A একতাই শক্তি

B দশ জনের চক্রান্তে ভগবানকে মিথ্যা প্রমাণ করা

C দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option C

- দশচক্রে ভগবান ভূত - বহুলোকের ষড়যন্ত্রে মিথ্যাকে সত্য বা সত্যকে মিথ্যা রূপে প্রতিপন্ন করা সম্ভব-এমন অর্থে প্রযুক্ত;।
- দশচক্র (বিশেষ্য) - বহুলোকের চক্রান্ত বা মন্ত্রণা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions