After 20% mark down, a calculator is sold for Tk. 100. What was the original selling price?
A Tk. 200
B Tk. 125
C Tk. 120
D Tk. 90
E Tk. 70
Solution
Correct Answer: Option B
প্রশ্নে বলা হচ্ছে, 20% মূল্য কমানোর পর একটি ক্যালকুলেটর 100 টাকায় বিক্রি হলো। ক্যালকুলেটরটির প্রকৃত বিক্রয়মূল্য কত?
ধরি, প্রকৃত মূল্য 100 টাকা
20% কমে বর্তমান মূল্য = 100 - 20 = 80 টাকা
অর্থাৎ বর্তমান বিক্রয়মূল্য 80 টাকা হলে প্রকৃতমূল্য 100 টাকা
∴ বর্তমান বিক্রয়মূল্য 100 টাকা হলে প্রকৃতমূল্য (100 x 100)/80 টাকা
= 125 টাকা