Solution
Correct Answer: Option A
- যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি লোপ হয় না, তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। যেমনঃ
- সোনার-তরী = সোনার তরী,
- সোনার-বাংলা = সোনার বাংলা,
- হাতের-পাঁচ = হাতের পাঁচ,
- গায়ে-পড়া = গায়েপড়া,
- ঘোড়ার-ডিম = ঘোড়ার ডিম ইত্যাদি।