Solution
Correct Answer: Option A
- বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক কবি শামসুর রহমান কর্তৃক রচিত একটি কাব্যগ্রন্থ হল উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ।
- তিনি বাংলাদেশে এরশাদের সৈরাশাসন নিয়ে এ কাব্য গ্রন্থটি রচনা করেন।
- তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ হলঃ প্রথম গান-দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, বাংলাদেশ স্বপ্ন দেখে।
- উল্লেখ্য, তাঁর স্বাধীনতা তুমি কবিতাটি ‘শ্রেষ্ঠ কবিতা' কাব্যগ্রন্থতে নেওয়া হয়েছে এবং
- তিনি মজলুম আদিব ছদ্মনামে লিখতেন।