'শবপোড়া' শব্দটির কি দোষ দেখা যায় ?
A গুরুচণ্ডালী
B দুর্বোধ্যতা
C উপমার ভুল প্রয়োগ
D আকাঙ্ক্ষার প্রয়োগে ভুল
Solution
Correct Answer: Option A
তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায় । প্রদত্ত 'শবপোড়া' শব্দটি গুরুচণ্ডালী দোষে দুষ্ট । শবপোড়ার স্থলে শবদাহ অথবা মড়াপোড়া হলে শব্দটি সঠিক ।