Solution
Correct Answer: Option A
- ‘বুশ হাউজ’ অবস্থিত লন্ডনের কেন্দ্রস্থলে অল্ডউইচ নামক জায়গায়।
- বুশ হাউস ছিল সেসময় নির্মিত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবন। এটি বানাতে খরচ পড়েছিল ১৯২০-য়ের দশকে দশ কোটি ডলার।
- ৭০ বছরেরও বেশি সময় ধরে বুশ হাউস থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস-এর সংবাদ প্রচারিত হতো।
- ১৯৪০ সালে বিবিসি ওয়ার্ল্ড প্রথম এই ভবেনে নিয়ে আসা হয়।