Solution
Correct Answer: Option B
‘Love for mankind’ বলতে সমগ্র মানবজাতির প্রতি ভালোবাসা ও কল্যাণকামিতা বোঝায়। এই অর্থ প্রকাশের জন্য ব্যবহৃত সঠিক শব্দ হলো Philanthropy।
Philanthropy অর্থ—
মানুষের কল্যাণ সাধনের আকাঙ্ক্ষা, বিশেষ করে সমাজের উপকারে আসে এমন কাজে স্বেচ্ছায় সাহায্য করা, দান করা বা অর্থ অনুদান দেওয়া। এটি কেবল ভালোবাসার অনুভূতিই নয়, বরং সেই ভালোবাসার বাস্তব প্রয়োগ।
অন্য বিকল্পগুলো কেন সঠিক নয়—
- Androphile → পুরুষের প্রতি আকর্ষণ বোঝায়
- Phylogeny → জীবের বিবর্তনমূলক ইতিহাস বোঝায়
সুতরাং, ‘Love for mankind’ = Philanthropy