‘গুরুজনের কর শ্রদ্ধা' কোন কারক?

A কর্তৃকারক

B অপাদান কারক

C করণ কারক

D কর্মকারক

Solution

Correct Answer: Option D

- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।

-কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন।

যেমন:
- গুরুজনের কর শ্রদ্ধা/গুরুজনে করো ভক্তি/ নতি।
- কাজে মন দাও।
- সর্বশিষ্যে জ্ঞান দেন গুরু মহাশয়।
- 'জিজ্ঞাসিবে জনে জনে। '

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions