(লিখিত প্রশ্ন) ঢাকা থেকে আজমলের বাড়ির দূরত্ব ৩৩০ কিলোমিটার। সে বাসে ঢাকা থেকে বাড়ি রওনা হল। কিন্তু ২৭৫ কিলোমিটার যাবার পর বাসটি আর চলতে পারল না । বাকি পথ সে সাইকেলে চড়ে গেল। বাসটি ঘন্টায় ২২ কিলোমিটার পথ চলে। যদি সাইকেলে চড়ে ঘন্টায় ৫(১/২) কিলোমিটার যেতে পারে, তবে বাড়ি পৌছাতে তার মোট সময় কত লাগবে?

A ২০

B ২২.৫

C ২৫.৫

D ২৯

Solution

Correct Answer: Option B

Solution: 
২২ kmph বেগে আজমল ২২ কিমি পথ যায় = ১ ঘণ্টায়
∴ ২৭৫ কিমি পথ যায় = ২৭৫/২২ = ১২.৫ ঘণ্টায়
অবশিষ্ট পথ = ৩৩০ - ২৭৫ = ৫৫ কিমি

এখন, সাইকেলে ৫(১/২) বা ১১/২ কিমি পথ যায় = ১ ঘণ্টায়
∴ সাইকেলে ৫৫ কিমি পথ যায় = (২ × ৫৫)/১১ = ১০ ঘণ্টায়
∴ নির্ণেয় সময় = ১২.৫ + ১০ = ২২.৫ ঘণ্টায় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions