(লিখিত প্রশ্ন) ৬৫০ টাকা যে হার সুদে ৪ বছরে সুদে আসলে ৮০৬ টাকা হয় ঐ একই হার সুদে কত টাকা ৫ বছরে সুদ আসলে ১০৪০ টাকা হবে?

A ৫০০

B ৬৫০

C ৮০০

D ১০০০

Solution

Correct Answer: Option C

Solution:
৪ বছরে সুদ হয় = ৮০৬ - ৬৫০ = ১৫৬ টাকা
এখন, ৬৫০ টাকার ৪ বছরের সুদ = ১৫৬ টাকা
∴ ১০০ টাকার ১ বছরের সুদ (১৫৬ × ১০০)/(৬৫০ × ৪) = ৬ টাকা 

অর্থাৎ সুদের হার ৬%
এখন ৬% হার সুদে
১০০ টাকার ১ বছরের সুদ = ৬ টাকা
∴ ১০০ টাকার ৫ বছরের সুদ = ৬ × ৫ = ৩০ টাকা
∴ সুদাসল = ১০০ + ৩০ = ১৩০ টাকা

১৩০ টাকা সুদাসল হলে আসল = ১০০ টাকা
∴ ১,০৪০ টাকা সুদাসল হলে আসল = (১০০ x ১০৪০)/১৩০ টাক
                                           = ৮০০ টাকা
নির্ণেয় আসল ৮০০ টাকা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions