(লিখিত প্রশ্ন) শূণ্যস্থান পূরণ করুন:
a) নিঃশেষ বিভাজ্যের ক্ষেত্রে, ভাজক × ভাগফল = ______।
b) নিঃশেষে বিভাজ্য না হলে, ভাজক × ভাগফল + ______= ভাজ্য ।
c) ১টি জিনিসের দামকে নির্দিষ্ট ______ দ্বারা গুণ করলে, ঐ নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম পাওয়া যায় ।
d) একাধিক সংখ্যক কোন সাধারণ মৌলিক গুণনীয়ক (বা উৎপাদক) না থাকলে তাদেরা গ.সা.গু ______ হবে।
e) ১ কিলোমিটার = ______ মিটার।
f) ওজন পরিমাপের মূল একক = ______
g) ত্রিভুজের ক্ষেত্রফল = ______ × ভূমি × উচ্চতা
h) ধারাবাহিকভাবে ______ বছর সময়কালকে দশক ধরা হয়।
i) ২০ থেকে ১০০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা আছে ______।
A অপশন প্রযোজ্য নয়
B অপশন প্রযোজ্য নয়
C অপশন প্রযোজ্য নয়
D অপশন প্রযোজ্য নয়
Solution
Correct Answer: Option A
a) নিঃশেষ বিভাজ্যের ক্ষেত্রে, ভাজক × ভাগফল = ভাজ্য ।
b) নিঃশেষে বিভাজ্য না হলে, ভাজক × ভাগফল + ভাগশেষ = ভাজ্য ।
c) ১টি জিনিসের দামকে নির্দিষ্ট সংখ্যা গুণ করলে, ঐ নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম পাওয়া যায় ।
d) একাধিক সংখ্যক কোন সাধারণ মৌলিক গুণনীয়ক (বা উৎপাদক) না থাকলে তাদেরা গ.সা.গু ১ হবে।
e) ১ কিলোমিটার = ১০০০ মিটার।
f) ওজন পরিমাপের মূল একক = নিউটন
g) ত্রিভুজের ক্ষেত্রফল = × ভূমি × উচ্চতা
h) ধারাবাহিকভাবে ১০ বছর সময়কালকে দশক ধরা হয়।
i) ২০ থেকে ১০০ এর মধ্যবর্তী কতটি মৌলিক সংখ্যা আছে ১৭।