দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় যায় ১৫ কি.মি. এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় ৫ কি.মি.। স্রোতের বেগ নির্ণয় কর।
Solution
Correct Answer: Option A
মনেকরি,
নৌকার বেগ = x কি.মি./ঘণ্টায়
স্রোতের বেগ = y কি.মি./ঘণ্টায়
x + y = 15 ............. (1)
x - y = 5............. (2)
(1) নং - (2)নং
x + y - x + y = 15 - 5
বা, 2y = 10
বা, y = 5
স্রোতের বেগ = 5 কি.মি./ঘণ্টায়