আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া (AfCFTA) চুক্তি কবে কার্যকর হয়?
Solution
Correct Answer: Option D
AfCFTA চুক্তিটি ২১ মার্চ ২০১৮ তারিখে স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির শর্ত অনুযায়ী, ২২টি দেশ এটি অনুমোদন করার এক মাস পর এটি কার্যকর হবে। ২৯ এপ্রিল ২০১৯ তারিখে প্রয়োজনীয় ২২টি দেশ চুক্তিটি অনুমোদন করে, যার ফলে ৩০ মে ২০১৯ তারিখে AfCFTA কার্যকর হয়।