Solution
Correct Answer: Option C
- বাংলা বর্ণমালায় মোট ১১টি স্বরবর্ণ রয়েছে। এই স্বরবর্ণগুলি দুই ভাগে বিভক্ত:
- মৌলিক স্বরবর্ণ: অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ও
- যৌগিক স্বরবর্ণ: ঐ, ঔ
যৌগিক স্বরবর্ণ দুটি হল:
- ঐ (এ + ই)
- ঔ (অ + উ)
এই দুটি বর্ণ যৌগিক কারণ:
- ঐ: এটি 'এ' এবং 'ই' এর সংযোগে তৈরি।
- ঔ: এটি 'অ' এবং 'উ' এর সংযোগে তৈরি।