Montreal Protocol হল-

A কোনোটিই নয়

B যুদ্ধবিরতি কল্পে প্রণীত আন্তর্জাতিক চুক্তি

C ওজোন স্তর রক্ষা করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি

D ভ্যাট সংক্রান্ত একটি আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি

Solution

Correct Answer: Option C

মন্ট্রিল প্রটোকল হচ্ছে ওজোন স্তর রক্ষা করার জন্যে একটি আন্তর্জাতিক চুক্তি।

ওজোন স্তরকে রক্ষা করার জন্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর সাক্ষরিত হয় মন্ট্রিল চুক্তি, এবং ১৯৮৯ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হয়।

এ পর্যন্ত মন্ট্রিল চুক্তি ৯ বার সংশোধন হয়। সর্বশেষ ২০১৬ সালে এটি সংশোধিত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions