আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত কোথায় অবস্থিত ?
A নেদারল্যান্ডস
B সুইজারল্যান্ড
C ফ্রান্স
D জার্মানি
Solution
Correct Answer: Option A
জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ( ICJ ) প্রতিষ্ঠিত হয় ২৪ অক্টোবর ১৯৪৫ । এটি কার্যক্রম শুরু করে ১৯৪৬ সালের ১৮ এপ্রিল । এর সদর দপ্তর নেদারল্যান্ডসের দি হেগ শহরে এবং বিচারকের সংখ্যা ১৫জন ( বিচারকের মেয়াদকাল ৯ বছর ) ।