বার্ষিক ১০% মুনাফায় ৫০০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত?

A ৫০

B ৪০

C ৩৫

D ৬০

Solution

Correct Answer: Option A

দেওয়া আছে,

মূলধন (P) = ৫০০০ টাকা
সময় (n) = ২ বছর
মুনাফার হার (r) = ১০% = ০.১

সরল মুনাফা (I) = (P × n × r) টাকা
বা, I = (৫০০০ × ২ × ০.১) টাকা = ১০০০ টাকা

চক্রবৃদ্ধি মূলধন (A) = P(1 + r)n
বা, A = ৫০০০(১ + ০.১)² = ৫০০০ × ১.১² = ৬০৫০ টাকা

চক্রবৃদ্ধি মুনাফা = চক্রবৃদ্ধি মূলধন - মূলধন = ৬০৫০ টাকা - ৫০০০ টাকা = ১০৫০ টাকা

পার্থক্য = চক্রবৃদ্ধি মুনাফা - সরল মুনাফা = ১০৫০ টাকা - ১০০০ টাকা = ৫০ টাকা

অতএব, বার্ষিক ১০% মুনাফায় ৫০০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য হলো ৫০ টাকা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions