কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?

A পাল

B সেন

C তুর্কি

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option A

-ভারতীয় উপমহাদেশে পাল রাজারা ৭৫০ থেকে ১১৬১ সাল পর্যন্ত শাসনক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন।
-পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মালম্বী। 
-ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, ৬৫০ থেকে ১২০০ সালের মধ্যে এবং সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, ৯৫০ থেকে ১২০০ সালের মধ্যে বৌদ্ধ সহজিয়াগণ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন ‘চর্যাপদ’ রচনা করেন। 
-বৌদ্ধ সহজিয়া কর্তৃক রচিত হওয়ায় এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। 
-এছাড়াও এতে পাল রাজাদের সময়কালের সামাজিক ও অর্থনৈতিক চিত্র প্রতিফলিত হয়েছে। 
-মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে ‘চর্যাপদ’ আবিষ্কার করেন। 
-এতে পদসংখ্যা ৫১টি এবং পদকর্তা ২৪ জন। প্রথম পদের রচয়িতা লুইপা। 
-চর্যাপদের সর্বোচ্চ ১৩টি পদের রচয়িতা কাহ্নপা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions