দুইটি সংখ্যার অন্তর ১২, বড়টির সঙ্গে ১ যোগ করলে ছোটটির দ্বিগুন হয়। সংখ্যা দুটি কী কী ?
Solution
Correct Answer: Option D
মনেকরি, ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ক + ১২
প্রশ্নমতে,
ক + ১২ + ১ = ২ক
বা, ক + ১৩ = ২ক
বা, ২ক - ক = ১৩
ক = ১৩
অতএব, ছোট সংখ্যাটি = ১৩
বড় সংখ্যাটি = ১৩ + ১২ = ২৫