'স্বাধীনতা তুমি' কবিতাটির রচয়িতা কে ?

A কাজী নজরুল ইসলাম

B শামসুর রাহমান

C জীবনানন্দ দাশ

D নির্মলেন্দ গুন

Solution

Correct Answer: Option B

শামসুর রাহমানের কবিতাগুলো হলোঃ তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, স্বাধীনতা তুমি, মধুস্মৃতি, রক্তাক্ত প্রান্তর ইত্যাদি । প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে । ১৯৭১ সালে শহীদদের উদ্দেশ্য এই গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions