১০ টাকায় ১০ টি ও ৮ টি দরে সমান সংখ্যক লিচু খরিদ করে ১০ টাকায় ৯ টি দরে বিক্রয় করলে,শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?

A ১ (১৯/৭১)% ক্ষতি

B ১ (১৯/৯১)% ক্ষতি

C ১ (১৯/৮১)% ক্ষতি

D ১ (১৯/৬১)% ক্ষতি

Solution

Correct Answer: Option C

সমান সংখ্যাক লিচু ক্রয় করে সমান সংখ্যাক লিচু বিক্রয় করলে এই ধরনের অংক সাধারণত ক্ষতি হয়-
শর্টকার্ট নিয়মঃ
ক্ষতির হার= [১০০/( বিক্রয় সংখ্যা )] %
= ১০০/৯ %
=১০০/৮১ %
= ১ (১৯/৮১)%
 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions