মানিক বন্দ্যোপাধ্যায় সৃষ্ট চরিত্র কুবের ও কপিলার সঙ্গে কোন নদীর নাম জড়িত?
Solution
Correct Answer: Option D
- পদ্মা তীরবর্তী ধীবর-জীবনকে কেন্দ্র করে মানিক বন্দ্যোপাধ্যায় রচনা করেন বিখ্যাত উপন্যাস 'পদ্মানদীর মাঝি' (১৯৩৬)।
- যৌনাকাঙ্ক্ষার সাথে উদরপূর্তির সমস্যার ভিত্তিতে তিনি এ উপন্যাসটি রচনা করেন।
- প্রকৃতি ও মানুষের হাতে নির্যাতিত পদ্মা তীরবর্তী কেতুপুর গ্রামের ধীবর সম্প্রদায়ের কুবের, কপিলা, মালা প্রভৃতি চরিত্রের সুখ-দুঃখ, ভালোবাসা, রিরংসা, অসহায়তা ও আত্মরক্ষার তীব্র জৈবিক ইচ্ছার কাহিনী, গরীব মানুষের বেঁচে থাকার আগ্রহ ও সাহস, সেই সাথে হোসেন মিয়াঁ নামক এক রহস্যময় ব্যক্তিত্বের উপস্থিতি এ উপন্যাসটির মূল বিষয়।
তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- 'জননী' (১৯৩৫),
- 'দিবারাত্রির কাব্য' (১৯৩৫),
- 'পুতুলনাচের ইতিকথা' (১৯৩৬),
- 'অমৃতস্য পুত্রা' (১৯৩৮),
- 'শহরতলী' (১৯৪০),
- 'অহিংসা' (১৯৪১),
- 'শহরবাসের ইতিকথা' (১৯৪৬),
- 'চিহ্ন' (১৯৪৭),
- 'চতুষ্কোণ' (১৯৪৮),
- 'হরফ' (১৯৫৪),
- 'হলুদ নদী সবুজ বন' (১৯৫৬),
- 'মাশুল' (১৯৫৬)।