‘পশ্চাতে গমন করে যে' এর বাক্য সংকোচন হলো- 

A পশ্চাতগামী

B অনুগামী

C অগ্রগামী

D পশ্চাৎগামী

Solution

Correct Answer: Option B

- পশ্চাতে গমন করে যে - অনুগামী

এই রকম আরো কিছু বাক্য সংকোচনঃ
- যার পূর্বজন্মের কথা স্মরণ আছে - জাতিস্মর।
- অগ্রসর হয়ে অভ্যর্থনা - প্রত্যুদ্‌গমন
- কি করতে হবে যে স্থির করতে পারে না - কিংকর্তব্যবিমূঢ়।
- দমন করা কষ্টকর যাকে - দুর্দমনীয়।
- যার সব কিছু হারিয়েছে - হৃতসর্বস্ব।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions